টিভি লক হলে কি করবেন? আপনার টিভি লক হয়ে গেছে? এক চ্যানেলই দেখতে হচ্ছে। আপনি না পারছেন চ্যানেল পাল্টাতে, না পারছেন ভলিউম বাড়াতে। অর্থাৎ রিমোট এর কোনো বোতামই কাজ করছে না তাই তো। টিভির বামকোনে একটা লাল রঙ্গের লক (Lock) তালা উঠেছে? তাই না? রিমোটের শুধু display বোতাম চাপলেই লাগে, তাই তো? হ্যা, এখন আপনাকে লক খুলতে হলে যা করতে হবে তা হলো ঃ রিমোট এর display বাটন চেপে ধরে রাখুন ১০ - ১৫ সেকেন্ড। তাহলেই দেখবেন লক খুলে গেছে। আবার লক করতে হলেও এই display বাটন চেপে ধরে রাখতে হবে। যদি এরপরও না বুঝতে পারেন কমেট করুন। ধন্যবাদ
Love can conquer everything